Header Ads

Control Your Android Phone from PC via USB [SCRCPY]


[SCRCPY]


কিভাবে এন্ডয়েড মোবাইল ফোনের স্ক্রিন শেয়ার করে কিম্পিউটারে কন্ট্রোল করবেন সম্পূর্ণ ফ্রি তে:


স্ক্রিন মিরর করতে যা যা প্রয়োজন তা আগে সংগ্রহ করে নিন।  প্রথমত, Scrcpy.exe Software ছাড়া আপনি স্মার্ট ফোনের স্ক্রিন মিরর করতে পারবেন না। দ্বিতীয়ত, প্রয়োজনীয় জিনিস সমূহ : ১। USB Data Cable, USB Driver Setup করে নিন।


যে ভাবে Setup করবেন:
১। প্রথমে ফাইলটি Download করে নিন।
২। যে কোন ড্রাইভে আনজিপ করে নিন।
৩। তারপর scrcpy-win32 ফোল্ডারে প্রবেশ করে scrcpy.exe ফাইলটিকে Mouse এর Right বাটনে ক্লিক করে Send to [Dextop (Shortcut)] করে নিন।
৪। এখন Shortcut এর Properties থেকে Change Icon এ ক্লিক করে আইকনটি সিলেক্ট করে চেঞ্জ করে Apply/ Ok দিয়ে দিন।
৫। প্রয়োজনীয় মোবাইল ফোনের ড্রাইভার Setup করে নিন। Developer Options থেকে USB Debugging অপশনটি চালু করে দিন।
৬। USB দিয়ে মোবাইল ফোন পিসির সাথে Connect করে নিন। Allow Access to Phone Data? আসলে Allow করে দিন।
৭। ডেক্সটপের আইকনে Double Click করলে প্রথমে একটি CMD ডায়ালগ বক্স দেখাবে তার পর আপনার মোবাইল ফোনের স্ক্রিন Mirror দেখাবে।
৮। CMD Command বক্সটি মিনিমাইজ করে দিন।

ScreenShot:



Tag:
Free Screen Share
Screen Mirror
Screen Share
Free Mirror Share
Android Screen Share

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.